রংপুর

উলিপুরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৪ , ৬:৩০:১৬ প্রিন্ট সংস্করণ

উলিপুরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ এর পদত্যাগ ও আল-হামিম গ্রুপে জমাকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে কুড়িগ্রাম টু চিলমারী সড়কে দুই ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে থেকে প্রায় ৫ শতাধিক মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। 

জানা যায়, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আল-হামিম গ্রুপের সদস্যরা তাদের জমাকৃত প্রায় ৫ কোটি টাকা ফেরত প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ এর নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরে সাধারণ জনগণ ২৪ ঘন্টা সময় দিয়ে তার পদত্যাগের দাবি জানান। 

এ বিষয়ে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করেলে তিনি ফোন রিছিভ করেননি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাশেদ মিয়া, সাদ্দাম হোসেন, জিয়াউর রহমান জিয়া, শাহজাহান , বাবু মিয়া ও জুয়েল রানা প্রমুখ ।

আরও খবর

Sponsered content