প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ৭:২১:৪৫ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় নিজ পিতা দ্বারা ধর্ষণের শিকার ১৪ বছরের কন্যা।
২৮শে আগস্ট (বুধবার) ভোর ৩ ঘটিকায় উপজেলায় সাতবর্গ এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, পিতা তার তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর একমাত্র কন্যাকে ঘটনার রাতে তরল পানীয়তে, নেশাগ্রস্ত দ্রব্য মিশিয়ে পান করিয়ে কৌশল অবলম্বন করে ধর্ষণ করেন। নেশা অবস্থায় টের পেয়ে ধর্ষিতা দরজা খুলে চাচা, চাচী ও ফু, ফুফা কে ঘটনা বিবরণ দিলে তারা কোন কর্ণপাত করেনি।
উপায়ান্ত না দেখে শারীরিক পরিস্থিতি অবনতিতে নির্যাতিতা স্থানীয় মেম্বারকে গিয়ে বিবরণ দেন। মেম্বার তার দায়িত্ববোধে পিতাকে আটকে রেখে ইসলামপুর ফাঁড়িতে জানালে, ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ তরুণ কান্তি দেব, সকালে পিতাকে গ্রেফতার করে বিজয়নগর থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ তরুণ কান্তি দেব বলেন, ঘটনা জানার পরে সকালে আমরা ভিকটিমকে হেফাজত করে ও তার জবানবন্দিতে পিতাকে গ্রেফতার করি। এ নিয়ে মেম্বার আশিকুর রহমান বাদী হয়ে বিজয়নগর থানায় ১১/২৪নং মামলা দায়ের করেন।