দেশজুড়ে

চন্দনাইশে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ৪:৩৯:০৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ

“লাগাই গাছ, বাড়াই বন” এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের চন্দনাইশে বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরামের উদ্যোগে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন, মাওলানা নুরুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় অতিথিরা বলেন, “বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে। তাই গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই বৃক্ষরোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ। পরে ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।”

আরও খবর

Sponsered content