চট্টগ্রাম

লামার বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৭:৪১:১৭ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি:

আবারো বন্য হাতির আক্রমণে লামা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ১টায় চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত চিংসাথুই মারমা (৫০) ফাইতং ইউনিয়নের ফাদুর বাগান মার্মা পাড়ার চিংমং মারমা কনিষ্ঠ সন্তান।

জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফাদুর বাগান মার্মা পাড়া সোমবার দিবাগত রাত ১০টায় বসতবাড়িতে হামলা চালায় বন্য হাতিটি। এসময় প্রয়াত চিংমং মারমা কনিষ্ঠ সন্তান চিংসাথুই মারমা (৫০) হাতি সামনে পড়ে গেলে হাতি তাকে আচঁড়ে গুরুতর আহত করে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ইদানিং এলাকায় হাতির আক্রমণ বেড়ে গেছে। বিষয়টি মর্মান্তিক।

এদিকে নিহত চিংসাথুই মার্মার লাশ ময়নাতদন্তের জন্য সকালে বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

উল্লেখ্য, গত দুইদিন আগে পার্শ্ববর্তী আজিজনগর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছিল।

আরও খবর

Sponsered content

Powered by