প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২০:৩৮ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে প্রেসক্লাব উলিপুর এর নতুন অফিস উদ্বোধন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) রাতে উপজেলার থানার মোড় এলাকায় পুরাতন আমিন গোডাউনের সামনে প্রেসক্লাব উলিপুর এর নতুন অফিসের উদ্বোধন করা হয়।
প্রেসক্লাব উলিপুর এর সভাপতি ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি লক্ষন সেন গুপ্তের সভাপতিত্বে নতুন অফিসের উদ্বোধন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন সাংবাদিক আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি আতাউর রহমান সবুজ, আজকের পত্রিকা ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শিমুল দেব, স্বদেশ পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মুরাদ হোসেন মন্ডল, দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি মোবাশ্বারুল ইসলাম, জাগো বাহে পত্রিকার প্রতিনিধি জিয়ন রায়হান ও আতিকুর রহমান আতিক।