প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৪:৩৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন ও উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল নাহিনের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম।
এসময় তিনি বলেন, এদেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করে, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে। আওয়ামীলীগের মত ২শ জনকে বিরাট বড়লোক বানিয়ে বাকী মানুষকে না খাইয়ে রাখবে এ রখম নীতি বিএনপি বিশ্বাস করে না। বিএনপির উন্নয়ন শুরু হবে গ্রাম থেকে। এরপর ধারাবাহিক ভাবে উপরে উঠবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মেলেটারী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজান আলী কবির, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ। এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।