ঢাকা

অসহায়ের পাশে কূঁড়েঘর ফাউন্ডেশন

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৩:২৫ প্রিন্ট সংস্করণ

অসহায়ের পাশে কূঁড়েঘর ফাউন্ডেশন

দুস্থ ও অসহায়ের পাশে থেকে নানা সামাজিকমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কূঁড়েঘর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এরই ধারাবাহিকতা অনুযায়ী ২৪ শে আগষ্ট সংগঠনটির উদ্যোগে ফেনীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বানভাসিদেরকে প্রায় ৪ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়। এছাড়া ২৯ শে আগষ্ট চাঁদপুরের শাহরাস্তিতে, নোয়াখালীর সেনবাগ ও রামগঞ্জে বন্যার্তদেরকে সাহায্য-সহযোগীতা করেন এই সংগঠনটি।

এসময় সংগঠনটির চেয়ারম্যান মো. শামীম মন্ডল’র নেতৃত্বে এই সামাজিক কাজে অংশগ্রহণ করেন নাট্য নির্মাতা মোঃ তারেক মিয়াজী, মোঃ মাহমুদ শাহরিয়ার, মো. মাহফুজ, মো. শহীদ রেজওয়ান ও স্বপনসহ আরো অনেকে।

এর আগে ২০১৭ সালে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩ হাজার পরিবারকে সাহায্য সহযোগীতা হিসেবে শুকনো খাবার, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থাও করে দেন এই সামাজিক সংগঠনটি।

সংগঠনটির চেয়ারম্যান মো. শামীম মন্ডল বলেন, আমাদের কুঁড়ে ঘর এটি একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অতীতে আমি আমার সর্বোচ্চ দিয়ে অসহায় ও দুস্থদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করে যাবো। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বানভাসিদের পাশে দাড়াতে কমতি রাখিনি। সামাজিক কাজে অংশগ্রহণে দেশের দূর্যোগে সবসময় তিনি এগিয়ে আসতে চান এবং বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোটাই একটা বড় বিষয়। কারণ, দিনশেষে আমরা ধর্মবর্নে মানুষ। বাংলাদেশের মানুষ সব সময় সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। এছাড়া সমাজের বিত্তবানদেরকে যারযার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

আরও খবর

Sponsered content