রাজশাহী

পাঁচবিবিতে তুলার মিলে আগুন, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  প্রতিনিধি ২৭ মে ২০২১ , ৮:১৬:০৯ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়ায় তুলা থেকে সুতা উৎপাদনের কারখানায় বিদ্যুতের আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শালপাড়ায় সাইফুল ইসলাম সাবুর সুতা উৎপাদন কারখানা ও রাইস মিলে এঘটনা ঘটে।

 

পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার অপু কুমার মন্ডল বলেন, বৈদ্যতিক শর্ট সার্কিটের আগুনে সুতার মিলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানান তিনি। সুতার কারখানা ও রাইস মিলের মালিক সাইফুল ইসলাম সাবু বলেন, আগুনে আমার সুতা তৈরির মেশিন, মজুত রাখা তুলা, গোডাউনের ধান, চাল, রাইস মিলের মেশিন ও গুদাম ঘরের আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by