চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালানোর সময় ঋণ খেলাপি আটক

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২৬:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালানোর সময় ঋণ খেলাপি আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর হয়ে দুবাই পালানোর সময় ১৪শ কোটি টাকার এক ঋণ খেলাপিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আটক হওয়া এ ঋণ খেলাপী হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া এয়াকুব আলী চৌধুরী বাড়ির মফিজুল আলম চৌধুরীর ছেলে আনছারুল আলম চোধুরী (৫৯)।

ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার ওসি মো. তাহইয়াতুল ইসলাম।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আনছারুল আলম চৌধুরী সকাল সাড়ে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে আসেন। ইসলামি ব্যাংকের খেলাপি ঋণ থাকায় পুলিশ তাকে আটক করে। তিনি খাতুনগঞ্জের আনছার ট্রেডিংয়ের মালিক। প্রাথমিকভাবে জানা গেছে, আনছারুল আলম চৌধুরীর নামে ইসলামি ব্যাংকের চাক্তার শাখায় ১৪শ কোটি টাকা ঋণ রয়েছে।

আরও খবর

Sponsered content