চট্টগ্রাম

মরিচের গুঁড়োয় টেক্সটাইল রং মিশানোর দায়ে দেড় লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৫১:০৩ প্রিন্ট সংস্করণ

মরিচের গুঁড়োয় টেক্সটাইল রং মিশানোর দায়ে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শুকনো মরিচ ক্রাশিং করে অনুনোমোদিত টেক্সটাইল রং মিশিয়ে বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার ও আমিনুল ইসলাম।

ফয়েজ উল্যাহ জানান, বাকলিয়ার মিয়াখাঁন নগর এলাকায় শুকনো মরিচ ক্রাশিং করে অনুনোমোদিত টেক্সটাইল রং মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে জয় মসলা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠঅন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে টেক্সটাইল রং মিশ্রিত ভেজাল মরিচের গুঁড়ো জনসমক্ষে ধ্বংস করা হয়।

আরও খবর

Sponsered content