বাংলাদেশ

হজে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু

  প্রতিনিধি ১২ জুলাই ২০২২ , ৫:৩৩:৫৩ প্রিন্ট সংস্করণ

পবিত্র হজ পালন করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে এবারের হজযাত্রায় ৫ নারীসহ ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

সদ্য মারা যাওয়া দুজন হলেন- শিরিনা আক্তার (৬০) ও মো. রফিকুল ইসলাম (৫২)।

শিরিনা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯। তিনি গত ৭ জুলাই মারা যান।

মো. রফিকুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০। তিনি গত ৩ জুলাই মারা যান।

এর আগে, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গত শুক্রবার (৮ জুলাই) সৌদি আরবে পবিত্র হজ পালিত হয়। এবার ১৪৭টি ফ্লাইটে ৬০ হাজার ১৩৯ জন বাংলাদেশি হজ করতে গিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by