প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি ) কমিশনারের দায়িত্ব পেলেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ।
মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়েরজননিরাপত্তাবিভাগ পুলিশ-১ শাখারউপসচিব মো.মাহাবুররহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন সিএমপি কমিশনার এর আগে ঢাকা সিআইডি এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানাযায়, হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এ ছাড়া পুলিশের ডিআইজি পদমর্যাদার আরও ৬৩ জনকর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। পদায়ন করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদেও। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
তাঁর বাড়ি শরীয়তপুর জেলার সফিপুর থানা এলাকায়।