চট্টগ্রাম

লায়ন্সের ত্রাণ তহবিলে বন্ধনের নগদ অর্থ সহায়তা

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৯:১৪ প্রিন্ট সংস্করণ

লায়ন্সের ত্রাণ তহবিলে বন্ধনের নগদ অর্থ সহায়তা

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ কর্তৃক গঠিত ত্রাণ তহবিলে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। বুধবার সন্ধ্যায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর কার্যালয়ে জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ এর হাতে এ অর্থ তুলে দেন।

এসময় লায়ন্স জেলার প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন, ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন এম বদিউর রহমান, বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম, লায়ন আবুল খায়ের, লায়ন হাছান তারেক চৌধুরী, লিও জেলার সহ-সভাপতি লিও ইরফান উদ্দিন চৌধুরী রনি, লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও নুর মোহাম্মদ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল বলেন, বন্যার্তদের সহযোগিতায় গঠিত ফান্ডে ইতোমধ্যে জেলার বিভিন্ন ক্লাব তাদের সামর্থ্য অনুযায়ী অনুদান জমা দিয়েছেন। সব ক্লাব সাধ্যমতো সাহায্যের হাত প্রসারিত করলে দুর্গতদের সহায়তায় বড় ধরনের অংশগ্রহণ করা সম্ভব। বন্ধন লায়ন্স ক্লাব তাদের সেবা কার্যক্রম আরও বেগবান করবে বলে জেলা গভর্ণর আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content