প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৪ , ৩:১২:০১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলার বাকরেরহাট শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাকরেরহাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর পৌরসভা ১ ও ২নং ওয়ার্ড এর শাখা অফিস উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলার বাকরেরহাট শাখার ১নং ওয়ার্ড এর সেক্রেটারি ডাঃ মো. শরিফ মেহেদীর উপস্থাপনায় ২নং ওয়ার্ড এর সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাও. মো. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ তৌহিদুল ইসলাম, শুরা ও কর্ম পরিষদ সদস্য খাইরুজ্জামান, পৌর আমীর মাওলানা মো. মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি এ্যডঃ কামাল কবির লিটন, ১নং বাকরেরহাট শাখার সভাপতি আবু জাফর প্রমুখ।