Uncategorized

নির্বাচন সুষ্ঠু জন্য সরকারের সদিচ্ছা থাকতে হবে: সিইসি

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৩:২১:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির প্রতিনিধিদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তারাও বলেছেন, আমরাও তাদের কথায় একমত হয়েছি যে- সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন।’

সিইসি বলেন, ‘আমরাও স্বীকার করেছি এবং আমরাও জোর দিয়ে বলেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার বিদ্যমান থাকবে, রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই প্রয়োজন হবে।’

এসময় ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে তিনি বলেন, ‘ইভিএমে সংসদ নির্বাচন হচ্ছে না, এতে উনারা খুশি। আমরা বিশ্বাস করি, ব্যালটে নির্বাচন হলে কোনো অনিয়ম হবে না। যেমন ১৮ সালেও হয়নি, আগামীতেও হবে না। ব্যালটে হোক আর ইভিএমে হোক আমরা চেষ্টা করবো নির্বাচনটা যাতে শুদ্ধ হয়।’

আরও খবর

Sponsered content

Powered by