ঢাকা

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃতদেহ উদ্ধার 

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৩:৩০ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃতদেহ উদ্ধার 

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ফ্ল্যাটে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিবেশীরা বলছেন, দাম্পত্য কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় এম এ হাসান বাচ্চুর বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া এলাকার এম এ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের শিশু মেয়ে মোছা. জান্নাতী (৪) 

এলাকাবাসি জানায়, বাচ্চু তার স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে তাদের চারতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। আরেকটি কক্ষে ১৮ বছর বয়সী তার বড় ছেলে থাকেন। সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং বাচ্চুর দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ভিতরে তিনজনের নিথর দেহ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের প্রতিবেশী ফরিদা বেগম বলেন, সকাল বেলা স্বপ্না আমার সাথে কথা বলে তার মেয়েকে নিয়ে বাড়ির পাশে স্কুলে নিয়ে যায়। ১০ টার দিকে মেয়েকে নিয়ে ফিরে আসে স্বপ্না। এসময় বাচ্চু ও তার স্ত্রী স্বপ্নাসহ ছেট মেয়ে কক্ষের ভিতর দরজা আটকে দিয়েই ছিলো। পাশের কক্ষে তাদের বড় ছেলে ঘুমাচ্ছিলো। হঠাৎ তাদের বড় ছেলে কক্ষের দরজার নিচ দিয়ে ধোয়া বের হতে দেখে চিল্লাচিল্লি শুরু করে সবাইকে বাঁচানোর জন্য ডাকতে থাকে। পরে আমি গিয়ে আরও লোকজন ডেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি বাচ্চু ও তার স্ত্রীসহ ছোট সন্তানকে বিছানার উপর পড়ে থাকতে দেখি। এসময় বিছানার জাজিমে আগুন ও ধোয়ার কারণে কেউ সহজে ভিতরে ঢুকতে পারছিল না। পরে তাদের বাড়ির পাশে হাসপাতালে নেয়ার আগেই তিনজন মারা যায়।

তিনি আরও জানান, বাচ্চু ও তার স্ত্রীর মধ্যে কোন ঝামেলা হয়েছিল মনে হচ্ছে।  যে কারণে কক্ষের ভিতরে তারা নিজেরাই এই ঘটনা ঘটাইছে। বাচ্চুর গালে ধারালো অস্ত্রের জখমও দেখেছি। তাছাড়াতো আর কোন কারণ দেখি না।

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাস্থলে র‍্যাবের সদস্যরা উপস্থিত হন। তবে বিকেল ৩ টা নাগাদ ঘটনাস্থলে পুলিশের কোন সদস্যকে সেখানে দেখা যায়নি। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ভাদাইলে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহার মৃত্যুর পর ৩ জনের সঙ্গে ফোনে কথা বলেন তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত। এরমধ্যে ওসি ও এসপিও রয়েছে। হত্যার বিষয়ে কথা হলেও মাদক বা অস্ত্র উদ্ধারের কোন তথ্য ফোনালাপে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আনা হবে আইনের আওতায়। টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা নিহত হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। জানা গেছে, ৩১ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত তার ব্যক্তিগত মোবাইল থেকে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপের অফিসিয়াল নম্বরে ফোন করেন। তিন মিনিট কথা বলেন তারা। এরপর ৯ টা ৩৩ মিনিটে মালখানার ইনচার্জ কনস্টেবল আরিফের ব্যক্তিগত নম্বরে ফোন করেন। তার সাথে ১ মিনিট কথা বলেন। এরপর ৯টা ৩৪ মিনিটে কক্সবাজারের পুলিশ সুপারের ব্যক্তিগত নম্বরে ফোন করেন লিয়াকত। সেখানে তাদের কথা হয় তিন মিনিট। কথোপকথনে লিয়াকত ঘটনা সম্পর্কে এসপিকে জানান। কিন্তু সেখানে মাদক ও অস্ত্র পাওয়ার কোন কথা উল্লেখ করেননি। এরপর ওসি প্রদীপ কুমার দাসের সাথে কথা হয় এসপির। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত হচ্ছে। ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসপির নাম যদি আসে আমরা দেখবো, যার নাম আসে দেখবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দিবেন না।’ তিনি আরো বলেন, ‘সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনা তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তদন্তের মধ্যে যারা দোষী সাব্যস্ত হবেন কিংবা যারা দোষ করেছেন বলে প্রমাণিত হবে তাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী তাদের তাদের বিচার করা হবে।’ গত ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা।

নোবিপ্রবিতে নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিদেশি কোচদের কোয়ারেন্টাইনে না রাখার পরিকল্পনায় বিসিবি

সংসদের অধিবেশন শুরু

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ দিশেহারা’

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ দিশেহারা’

কুড়িগ্রামে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়