বাংলাদেশ

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ দিশেহারা’

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ দিশেহারা’

চাল-ডালসহ সব নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি কমরেড ডা: এম এ সামাদ।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। 

এম এ সামাদ বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই যে—সাধারণ শ্রমজীবী মানুষ তাল হারিয়ে ফেলছে। চালডালসহ বাজারে এমন কোন পণ্য নেই যার দাম বাড়েনি। বর্তমানে দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, চলছে একদলীয় ভয়াবহ ফ্যাসিবাদী দুঃশাসন। জনগণ আজ আতঙ্কিত। দেশে শুম-খুন, চাঁদাবাজি, কালোবাজারি, সিন্ডিকেট, লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচার চলছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন দিয়ে জনগণের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার, কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। দেশের সব বিরোধী রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আগামী ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়েছি। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণমিছিল সহকারে পদযাত্রা হবে। সবাইকে এই পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এদিন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তারেক ইসলাম, কেন্দ্রীয় সদস্য কমরেড মোস্তফা আল খালিদ, কেন্দ্রীয় সদস্য কমরেড সামছুল হক সরকার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by