প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২১:৫৪ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা গুনাইগাছ ইউনিয় শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জুম্মাহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনাইগাছ ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা গুনাইগাছ ইউনিয়ন শাখার সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাও. মো. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উলিপুর উপজেলা শাখার আমীর মাও. মোঃ মশিউর রহমান, সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, উলিপুর পৌর সেক্রেটারি অ্যাডভোকেট কামাল কবির লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাতগাড়া মাদ্রাসা থানার হোষ্টেল ওয়ার্ড এর অফিস সম্পাদক এম এ কাহার সিদ্দিক, গুনাইগাছ ইউনিয়ন শাখার সেক্রেটারি এনামুল হক, জুম্মাহাট ইউনিট সভাপতি হাফেজ মাওলানা মো. নুর ইসলাম প্রমূখ।