প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২৮:৩৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে ডিজেল চালিত শ্যালো মেশিন বিস্ফোরণে নুর ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া এলাকায়। নুর ইসলাম ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। সে দুই বছর আগে বিবাহ করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা যায়, মাছ ধরা নৌকায় থাকা ডিজেল চালিত শ্যালো মেশিন পূর্ব থেকেই সমস্যা দেখা দিয়েছিলো। সোমবার বিকেলে চর বাগুয়া ব্রহ্মপুত্র নদের তীরে শ্যালো মেশিন চেক করার জন্য চালু করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। নুর আলমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সাহেবের আলগা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান ডিজেল চালিত শ্যালো মেশিন বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।