চট্টগ্রাম

চউক বোর্ড সদস্য হলেন জাহেদুল করিম কচি

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২৩:৩০ প্রিন্ট সংস্করণ

চউক বোর্ড সদস্য হলেন জাহেদুল করিম কচি

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) সিডিএ’র বোর্ড সদস্য নিযুক্ত হয়েছেন। কচিসহ মোট ৬ জন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য নিয়োগ হিসেবে নিয়োগ পেয়েছেন। চলতি সময় থেকে আগামী তিন বছর পর্যন্ত দায়িত্ব পালনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুগ্ম-সচিব মুহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলায় হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৬ (১) (ড) ও ৫ (২) ধারা বলে সরকার নিম্নবর্ণিত ৬ জন ব্যক্তিকে তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করলেন।

নিয়োগ প্রাপ্ত বোর্ড সদস্যরা হলেন সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, স্থপতি সৈয়দা জারিনা হোসাইন, স্থপতি ফারুক আহম্মেদ, মো. সাখাওয়াত হোসাইন, সৈয়দ কুদরত আলী।

আরও খবর

Sponsered content