প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৪৩:২০ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার ২’শ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে এনজিও সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)। সংস্থাটির ৭ টি কেন্দ্রের মাধ্যমে ৮ কোটি ২ লাখ টাকা ঋণগ্রস্থদের মধ্যে বিতরণ করা হয়।
সোমবার সকালে এসএসএস লক্ষ্মীপুর শাখা কার্যালয়ে এ সহায়তা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, এসএসএস এর লক্ষ্মীপুর এরিয়া ম্যানেজার হারুনুর রশিদ, শাখা ব্যবস্থাপক রাহুল দেবনাথ প্রমুখ।
বন্যার সংকটকালীন সময়ে ঋণ নেয়া এনজিও থেকে নগদ সহায়তা পেয়ে খুব খুশির কথা জানিয়েছেন নাজমা আক্তার, নুর নাহার, বিউটি আক্তার, রুমা আক্তার, মনোয়ারা বেগম সহ কয়েকজন।
তারা বলেন, দীর্ঘ দিন ধরে বানের পানিতে ছিলাম। কোন কাজ কাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। এনজিও এসএসএস থেকে নগদ অর্থ পেয়ে আমরা ভীষণ খুশি। এটা খুব উপকারে আসবে।
এসএসএস এর লক্ষ্মীপুর এরিয়া ম্যানেজার হারুনুর রশিদ বলেন, বন্যার শুরু থেকে এসএসএস বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। শুরুতে ঋণগ্রস্থ সদস্যদের বাড়ি বাড়ি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। এখন পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। ভবিষ্যতে এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।