প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ৭:৩১:০১ প্রিন্ট সংস্করণ
প্রচন্ড আন্দোলনের মুখে বাধ্য হয়ে পদ ছাড়লেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আমান উল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাম্মেল, প্রধান নীরিক্ষা কর্মকর্তা ইয়াছিন চৌধুরী এবং পরিচালক নওশাদ আজগর চৌধুরী।
হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর পদত্যাগ, প্রভিডেন্ট ফান্ডের হিসাব ও নানা দুর্নীতির বিরুদ্ধে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের ১৪ দফা আন্দোলনের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে সভাপতি পদত্যাগ না করায় আন্দোলন অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে এ বিক্ষোভে যোগ দেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। এসময় তারা বলেন, অবৈধভাবে সভাপদি পদে বসে জাহাঙ্গীর চৌধুরী তার আত্মীয়স্বজনদের ভালো ভালো পদে বসিয়েছেন। তার ভাতিজাদের কাউকে এডমিন অফিসার কাউকে অ্যাকাউন্ট অফিসারের দায়িত্ব দিয়েছেন বৈষম্য করে। যতক্ষণ পর্যন্ত জাহাঙ্গীর চৌধুরী প্রভিডেন্ট ফান্ডের ৩১ কোটি টাকার হিসাব দিবে না ততক্ষণ রোগীদের কষ্ট না দিয়েই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাব।
এসময় আন্দোলনকারীরা জাহাঙ্গীর চৌধুরী ও তার আত্মীয়করণ থেকে ডায়াবেটিক হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মুক্তি, স্বাধীনভাবে কাজ করা এবং ২৪ বছরের প্রভিডেন্ট ফান্ডের হিসাব দেয়া, প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের আলাদা আলাদা পাশ বই থাকা, চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রগতি ইন্সুরেন্সের নামে কেটে নেয়া টাকার হিসাব এবং লভ্যাংশসহ আমাদের টাকা ফেরত, অবিলম্বে কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচ্যুয়িটি চালু করা, কর্মকর্তা কর্মচারীদের কোন বেতন ভাতা বৃদ্ধি না করা, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ভাতা বৃদ্ধি করা, অবিলম্বে মেডিকেল ভাতা ১৫শ টাকা এবং যাতায়াত ভাতা ১৫শ টাকায় উন্নীত করা, কথায় কথায় চাকরিচ্যুতি বন্ধ করা এবং যাদের অন্যায়ভাবে চাকুরিচ্যুতি করা হয়েছে তাদের সকলকে স্ব-পদে চাকুরিতে বহাল করা, জাহাঙ্গীর চৌধুরীর সীমাহীন দুর্নীতির তদন্ত এবং তার পরিবারের সদস্যদের কাছে হাসপাতালের বকেয়া পাওনা কয়েক লক্ষ টাকা হাসপাতালের ফান্ডে অবিলম্বে ফেরত দেয়া, কোটি কোটি টাকা কোথায় খরচ হলো তার সুষ্ঠ তদন্ত করাসহ নানা দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দাবি মানা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়ার কথা বলা হয় বিক্ষোভ সমাবেশ থেকে।