ঢাকা

পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ৬:২৬:২৩ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি):

“মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী জাকির হাসান, পাংশা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ রয়েল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস মোঃ হেকমত আলী ও পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাশেদা খাতুন প্রমুখ।

পাংশা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েল আহমেদের নেতৃত্বে কি ভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয় তা মহড়ার মধ্যে দিয়ে দেখানো হয়। এরপর পানির ডিসপ্লে’র মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরও খবর

Sponsered content

Powered by