চট্টগ্রাম

শিক্ষার্থীদের আন্দোলনে সিভাসু শিক্ষকদের একাত্মতা

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৫:৪০:৪০ প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের আন্দোলনে সিভাসু শিক্ষকদের একাত্মতা

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে এবার একাত্মতা ঘোষণা করেছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে সিভাসু প্রাঙ্গণে অবস্থান নিয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সিভাসু অধ্যাপকরা।

এ সময় সিভাসুর সাবেক শিক্ষার্থী লিটন কুমার নাথ বলেন, ‘আমরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দাবি একটাই এবং সেটা ‘লাউন্ড এন্ড ক্লেয়ার’- আমরা সিভাসু থেকে উপাচার্য চাই। আমরা মনে করি, সিভাসুতে উপাচার্যের দ্বায়িত্বভার সামলানোর জন্য অনেক যোগ্য অধ্যাপক আছেন। আমরা উপর মহলে জানিয়ে দিতে চাই, আমাদের উপাচার্য সিভাসু থেকে দিতে হবে।’

সিভাসুর সহযোগী অধ্যাপক আমির হোসেন সৈকত বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স ২৯ বছর। এ দীর্ঘ সময় শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তবে গত কয়েকদিন যাবত আমাদের শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের সম্মানে সিভাসু থেকে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছে এবং তাদের দাবির সাথে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’

উল্লেখ্য, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৫ সেপ্টেম্বর উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন এ এস এম লুৎফুল আহসান। পরে ১৯ সেপ্টেম্বর সিভাসু থেকে উপাচার্য নিয়োগের আবেদন জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এরপর বাইরে থেকে উপাচার্য নিয়োগের খবর আসলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে রবিবার থেকে মূল ফটক লাগোয়া জাকির হোসেন সড়কে বন্ধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।

আরও খবর

Sponsered content