প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৫:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমী আয়োজনে” প্রতিটি শিশু অধিকার,রক্ষা আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বাগেরহাটে শিশু অধিকার সপ্তাহে শেষ দিনে সোমবার (৭অক্টবর) সকালে এ,সি,লাহা মিলনায়তনে পথশিশু, সুবিধা বঞ্চিত শিশু ,শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক ডাঃ ফখরুল হাসান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আমাতুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছায়েদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল কাদের, জেলা তথ্য অধিদপ্তরের উপ পরিচালক মইনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার শেষে বিজয় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।