চট্টগ্রাম

দেবীদ্বারে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিএনপির নগদ অর্থ সহায়তা প্রদান

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৬:২৭:৫১ প্রিন্ট সংস্করণ

দেবীদ্বারে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিএনপির নগদ অর্থ সহায়তা প্রদান

দেবীদ্বারে ‘কুমিল্লা (উঃ) জেলা বিএনপি’র সদস্য সচিব এএফএম তারেক মুন্সির নেতৃত্বে ও অর্থায়নে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থদের দুর্যোগ পরবর্তী পুর্নবাসনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ, পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজ ও সদস্য সচিব আলীম পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম নিজামী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন, দেবীদ্বার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাসেম, পৌর শ্রমিক দলের আহবায়ক জামাল হোসেন, পৌর যুবদলের সভাপতি শাহজামান মুন্সি ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন ও মোঃ শুভ, জাফরগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হালীম মেম্বার,  যুবদল নেতা মোঃ রুমন, ফারুক খান, ছাত্রদল নেতা পিয়াল, আরিফসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও এ অর্থ প্রদান কার্যক্রমে বিএনপি নেতা নেয়ামত উল্লাহ, বাবুল কাজী, আবুল কালাম আজাদ অর্থ সহায়তা প্রদান করেন।