দেশজুড়ে

খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৮:০৬:২৫ প্রিন্ট সংস্করণ

নকলা উপজেলার গণপদ্দী নকলা, উরফা ইউনিয়নে সোমবার খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেশে প্রায় ৬৫লাখ পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেল ইউপি সচিব, চেয়ারম্যান, মেম্বারগণ বলছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী যে সাহায্য দিয়েছেন একেকটি ইউনিয়নে ৭শ থেকে ৮শ কার্ড তালিকা প্রণয়ন করা হয়েছে ১৫শ-২হাজার লোকের। সামগ্রীক চাহিদা মেটাতে হলে ৫ থেকে ৬ হাজার পরিবারকে সহায়তা দিতে হবে। এমনকথা বললেন ১নং গণপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, ৩নং উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক হীরা ।আজ সোমবার প্রত্যেক ইউনিয়নের ৩০ পরিবারকে শিশু খাদ্য হিসেবে দেওয়া হয়েছে ৬০ টাকা বরাদ্দ। তাতে ভ্যাট কেটে ১৮শ টাকা গ্রহণ করছেন চেয়ারম্যানগণ। চাহিদা রয়েছে ৪ থেকে ৫শ শিশুর। সামগ্রীক ত্রাণ সাহায্য প্রতি ইউনিয়নে ৪ থেকে ৫ হাজার করার দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যানগণ। মাননীয় প্রধানমন্ত্রী বাংলার অভিভাবক দেশরতœ শেখ হাসিনা এপর্যন্ত ৬৫ লাখ লোককে খাদ্য সহায়তা দিচ্ছেন ১০ টাকা কেজি মুল্যে বিনামুল্যে খাদ্য দিচ্ছে ৭থেকে ৮ লাখ লোককে। সরজমিনে প্রতিবেদক ইউসুফ আলী মন্ডল ঘুরে দেখে জনগণের কাছ থেকে খাদ্য চাহিদা ও করোনা ভাইরাস নিয়ে জনগণের মতামত অভিভ্যক্তি প্রকাশ করেছেন। 
 

আরও খবর

Sponsered content

Powered by