চট্টগ্রাম

নিজের ফলাফল দেখে যেতে পারলেন না ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিম

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৫:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজের ফলাফল দেখে যেতে পারলেন না ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিম

চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) ওয়াসিম নিহত হওয়ার আড়াই মাস পর ফলাফল ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তিনি চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ছিলেন।

বুধবার বিকালে ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওয়াসিমের ঘোষিত রেজাল্ট শিট। এতে নানা মন্তব্য করেন শিক্ষার্থী ও ওয়াসিমের বন্ধুরা।

কোটা সংস্কারের তুমুল আন্দোলনের সময় গত ১৬ জুলাই নগরীর মুরাদপুর এলাকায় ছাত্রদের কর্মসূচিতে তৎপর ছিলেন ওয়াসিম আকরাম। দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

ওয়াসিমের পরিবার পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার খবর জানতে পারে বিকাল ৫টার পর। ওয়াসিম আকরামের ছোট বোন সাবরিনা ইয়াসমিন বলেন, আমার ভাই অনার্স পরীক্ষায় ভালো ফলাফল করেছে। বিকালেই আমরা ফলাফলের বিষয় জানতে পারি। ভাই বেঁচে নেই। বেঁচে থাকলে ফলাফল দেখে অনেক খুশি হতেন
ফলাফলের খবর শুনে পরিবারের সদস্যরা খুশি হলেও ওয়াসিমের স্মৃতি তাড়া করছে সবাইকে। ফলাফল শুনে মা-বাবা অনেক কান্নাকাটি করেছেন।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকায়। দুই ভাই তিন বোনের মধ্যে তৃতীয় তিনি। বাবা শফিউল আলম থাকেন সৌদি আরবে। মা জোসনা বেগম গৃহিনী। ২০১৭ সালে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রাম কলেজে অনার্সে ভর্তি হন।

আরও খবর

Sponsered content