চট্টগ্রাম

বোয়ালখালীতে সম্মিলিত বৌদ্ধ পরিষদের ফানুস উৎসব উদ্বোধন

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৩:৩৭:৩৭ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে সম্মিলিত বৌদ্ধ পরিষদের ফানুস উৎসব উদ্বোধন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে ফানুস উৎসব উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের আয়োজনে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন সংলগ্ন এলাকা থেকে ফানুস ওড়ানো উৎসব উদ্ধোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা। 

এ সময় উপস্হিত ছিলেন, বাংলাদেশ সেনা বাহিনীর বোয়ালখালীর ক্যাম্প কমান্ডার মেজর শওকত, বোয়ালখালীর নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,

বোয়ালখালী থানার( ওসি) তদন্ত খাইরুল ইসলাম খান, বোয়ালখালী বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বদীপ বড়ুয়া।

বোয়ালখালীতে সম্মিলিত বৌদ্ধ পরিষদের 

সদস্য লিজন বড়ুয়ার সার্বিক তত্বাবধানে আয়োজিত এ ফানুস উৎসবে উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন- বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম, বোয়ালখালীর পৌরভার ৬নং ওয়ার্ডের বিএনপির সভাপতি হাজি আবু আকতার, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বোয়ালখালী উপজেলা যুবদল নেতা মোঃ লোকমান, বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ বোয়ালখালী শাখার সিনিয়র নেতা সাইদুল আলম, অর্থ সচিব খোরশেদ আলম প্রমুখ।