প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৪ , ৪:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীতে কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময় উপজেলার কাথরিয়া ইউনিয়নের হালিয়া পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কলেজ শিক্ষার্থীর নাম আসমা খাতুন (১৭)। তিনি উপজেলার কাথরিয়া ইউনিয়নের হালিয়া পাড়া ১ নম্বর ওয়ার্ডের বাচা মিয়ার বাড়ীর ওমান প্রবাসী শাহ আলমের চতুর্থ কন্যা। আসমা খাতুন সরকারী আলাওল কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
কাথরিয়া ইউনিয়নের ইউপি সদস্য বাদশা মিয়া বলেন, ‘সকালে আসমা নিজের পরনের কাপড় রৌদ্রে শুকাতে দেয়। বিকেলে কাপড়গুলো নিয়ে বাড়িতে নিজেই আয়রন (ইস্তিরি) করাতে গেলে হঠাৎ বিদ্যুৎতের শর্ট লাগে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুনাগরিস্থ স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।