প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৬:২৯:৪০ প্রিন্ট সংস্করণ
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার অঞ্চলিক পর্যায় অনুষ্ঠিত হয় সিলেটে। উক্ত প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাস্থ মাইনীমুখ মডেল হাই স্কুলের শিক্ষার্থী রুপালী আক্তার ও গুলশাখালী সীমান্ত প্রহরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা হাফিজ রাব্বি সাঁতারে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করার গৌরব অর্জন করেছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা, সিলেট অঞ্চলের উপ-পরিচালক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সিলেটের সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের সুইমিং পুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রেজাউল করিম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্রগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মামুন আকবর, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এবং মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা।
এসময়ে প্রতিযোগিতায় বড় বালিকা গ্রুপের ১০০মিঃ বুক সাঁতারে লংগদু’র মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী রুপালী আক্তার ২য় স্থান অধিকার করে এবং ছোট বালক গ্রুপের ১০০মিঃ মুক্ত সাতার ও ৫০ মিঃ চিৎ সাতার প্রতিযোগিতায় গুলশাখালী সীমান্ত প্রহরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোস্তফা হাফিজ রাব্বি দুটিতেই ১ম স্থান অধিকার করে।
জানাযায়, তারা উভয়েই বরিশালে জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে অংশগ্রহন করবে। ইতিমধ্যে তারা গত ২০ অক্টোবর চট্রগ্রামে উপ-অঞ্চল প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয়ী হয়।
এদিকে রুপালী আক্তার ও মোস্তফা হাফিজ রাব্বি জাতীয় পর্যায়ে সাতার প্রতিযোগিতায় অংশগ্রহন নিশ্চিত হওয়ায় তাদের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন।