চট্টগ্রাম

বোয়ালখালীতে গরু চোর চক্রের মূল হোতা কালু গ্রেফতার

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ৩:২৭:০৪ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে গরু চোর চক্রের মূল হোতা কালু গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গরু চোর চক্রের মূল হোতা কালু বাহিনীর প্রধান মোহাম্মদ কালুকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের শাকপুরা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ । 

গ্রেফতারকৃত,মোহাম্মদ কালু ( ৫০) হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই ৬নং ওয়ার্ডের ইমাম শরীফ চৌকিদার বাড়ীর আবুল বশরের পুত্র।

বোয়ালখালীর থানা সূত্রে জানা যায়,কালু শাকপুরা ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন।সে গরু চোর চক্রের মূল হোতা ছিলেন।কালু ও তার বাহিনীর সদস্যরা বোয়ালখালী বিভিন্ন এলাকার কৃষকের গরু চুরির ঘটনাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকার সত্যতা পুলিশের অনুসন্ধানে উঠে আসে বলে জানা যায়।

উল্লেখ্য,গত ২০ অক্টোবর ৫নং সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চর গ্রামের ৭নং ওয়ার্ডের মৌওলানা আবদুর রশিদের বাড়ীর নুরুল আবছারের গোয়াল ঘরে থাকা গরু চুরি করে নিয়ে গরু চোর চক্রের সদস্য সিরাজুল ইসলাম 

প্রঃবালি মিস্ত্রি এবং মো. বখতিয়ার আলমকে  গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে বোয়ালখালী থানা পুলিশ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)

গোলাম সারোয়ার বলেন, কালু হচ্ছে গরু চোর সিন্ডিকেটের স্থানীয় মাস্টারমাইন্ড। তার পরিকল্পনা অনুযায়ী বোয়ালখালী ও পটিয়া  বিভিন্ন অঞ্চলের চোর সদস্যরা আশপাশের এলাকাগুলোতে গরু চুরি করতো। তার সিন্ডিকেটের অন্য চোর সদস্যদের গ্রেফতার করা হবে।এতদিন তারা অনেক সাধারণ মানুষের সর্বনাশ করেছে।তার এ ব্যাপারে বোয়ালখালী থানায় তাদের বিরুদ্ধে পেনাল কোড,ধারা -৪৫৭/৩৮০ মামলা রুজু করা হয়েছে। আজ (২৬ অক্টোবর) শনিবার কালুকে আদালতে প্রেরণ করা হয়েছে। গরু চুরি রোধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।