চট্টগ্রাম

দোহাজারী পৌরসভায় এলডিপি’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৩:৩০:৫২ প্রিন্ট সংস্করণ

দোহাজারী পৌরসভায় এলডিপি'র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় কেক কাটার মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে দোহাজারী পৌরসভা এলডিপি ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে দোহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।

দোহাজারী পৌরসভা এলডিপি’র যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাহমদ আলীর সভাপতিত্বে ও দোহাজারী পৌরসভা এলডিপি’র আহবায়ক কমিটির সদস্য বাবু পলাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপি’র সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন হায়দার।

প্রধান বক্তা ছিলেন উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল।

বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা এলডিপি’র আহবায়ক মুহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল কুদ্দুছ, সদস্য সচিব মুহাম্মদ নাছির উদ্দীন।

বক্তব্য রাখেন- দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের সওদাগর, আবু তৈয়্যব কোম্পানি, ৯নং ওয়ার্ড সভাপতি আবুল খায়ের মাষ্টার, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুবিন, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, মোহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক আকতার হোসেন, ২নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেলাল, ৯নং ওয়ার্ড সভাপতি মো. আলম, ৭নং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, গনতান্ত্রিক শ্রমিকদল সভাপতি মো.আনিস, সাধারণ সম্পাদক আবু তৈয়্যব, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির মওলা, গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক করিম উদ্দিন রানা, যুগ্ম আহবায়ক আব্দুল গফুর প্রমূখ। অনুষ্ঠানে দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গনতান্ত্রিক যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content