রংপুর

উলিপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৩:৩৪:০৯ প্রিন্ট সংস্করণ

উলিপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী পালিত হয়।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমুখ। এ সময় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content