প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৬:৩০:১৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ রোববার সকাল ১০ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পৌর পার্কের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পৌর পার্কের মধ্যে অস্থায়ী ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা নেতাকর্মীদের উপস্থিতি যেন মিলন মেলায় পরিণত হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল হক বাবুল, পৌর বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে অধিষ্ঠিত নেতৃবৃন্দ। আজকের আয়োজকদের মধ্যে সার্বিক পরিচালনায় ছিলেন যুবদলের উপজেলা আহবায়ক সাবেক ছাত্রনেতা মো. শামীম হোসেন টিটু, উপজেলা যুবদল সদস্য সচিব, সাবেক পৌর কাউন্সিলর,সাবেক ছাত্রনেতা বি এম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদল আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান (পলাশ), পৌর যুবদল সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এইচ ,এম, শহীদুল ইসলাম ( মিঠু) সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটির যুবদলের নেতা ও কর্মীবৃন্দ ।
৪৬ তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা,ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন এবং বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে অসুস্থ রয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন মোরেলগঞ্জ বাজার চাউলাপট্টি জামে মসজিদ এর খতিব মাওলানা মোহাম্মদ আলী।