প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৪ , ৬:৫২:৫৫ প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগ দেশটাকে নিজ হাতে গলাটিপে হথ্যা করেছে । হত্যা করেছে অর্থনীতি ও সংস্কৃতিকে । দুই যুগ পরে প্রকাশ্যে বাগেরহাটে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম এর বক্তব্যে এমন অভিযোগ করেছেন ।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বাগেরহাট জেলা সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন, শিবিরের প্রথম জেলা সভাপতি মো: আব্দুর রশিদ, কেন্দ্রীয় জামায়াত নেতা মাও: মশিউর রহমান খান, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও: রেজাউল করিম, জামায়াত নেতা এ্যড: আব্দুল ওয়াদুদ, শেখ ইউনুস আলী, শিবিরের
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক সফি উল্লাহ, ঢাকাস্থ বাগেরহাট ফোরামের সভাপতি ডা. আতিয়ার রহমান, শিবিরের জেলা সেক্রেটারি হা: মোর্শেদ আলম প্রমুখ।
সমাবেশে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।