চট্টগ্রাম

শীলকূপ মাইজ পাড়া সংস্কার উন্নয়ন পরিষদের সভাপতি রেজাউল, সম্পাদক তালেব

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৪ , ৪:৪১:৩৪ প্রিন্ট সংস্করণ

শীলকূপ মাইজ পাড়া সংস্কার উন্নয়ন পরিষদের সভাপতি রেজাউল, সম্পাদক তালেব

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ‘শীলকূপ মাইজ পাড়া সংস্কার উন্নয়ন পরিষদ’র কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবু তালেব মিস্ত্রি। শনিবার (১৬ নভেম্বর) রাতে শীলকূপ মাইজপাড়া অস্থায়ী কার্যালয়ে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টাসহ বাইশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটির নির্বাচিত উদেষ্টারা হলেন- শীলকূপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক কাজী নুর মোহাম্মদ, হাজী মো. ইউনুছ, মাওলানা আবুল কাশেম, মাওলানা হাফেজ ছৈয়দ আহমদ, নুরুল আলম, নবি আলম।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. ওসমান সাও, মো. ইউনুছ, মো. হারুন,সহ-সাধারণ সম্পাদক মাও. জাকের হোসেন, মো. মুফিজ মিস্ত্রি, জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মাও. আবুল খায়ের, সহ-অর্থ সম্পাদক আব্দু রশিদ, ইসকান্দর, সাংগঠনিক সম্পাদক মো. আরফাতুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ তোফাইল, প্রচার ও অফিস সম্পাদক মো. ওয়াহিদ, সহ-প্রচার ও অফিস সম্পাদক আব্দুল মোমেন।

সংস্কার পরিষদের নির্বাচিত সভাপতি রেজাউল করিম বলেন, ‘মাইজ পাড়া সংস্কারের উদ্দেশ্য মাদক ও সন্ত্রাস মুক্ত করা, অন্ধকারাচ্ছন্ন এলাকার লাইটিং করা, যাতায়াত ব্যবস্থার সংস্কার করা, এলাকায় প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করা, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান, হতদরিদ্র অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ সম্মিলিতভাবে সামাজিক মুল্যবোধ অবক্ষয় রোধে কাজ করাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, নব নির্বাচিত এ কমিটির মেয়াদ নির্বাচনের তারিখ থেকে আগামী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে।

আরও খবর

Sponsered content