প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৪ , ৭:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রাইভেট প্রতিষ্ঠান দাউদপুর পাবলিক স্কুল এন্ড কিন্ডার গার্ডেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই নভেম্বর (শনিবার) সকাল ১০ঘটিকা হইতে দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গনে ছাত্র- শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মুহিত ওসমানীর সভাপতিত্বে পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন, শামীমা আক্তার, রাইসুল হক মোল্লা, সারোয়ার রহমান মোল্লা, ইয়াকুব আলী, রকিবুল আলম, মনিরুল ইসলাম মিলন ও মাহফুজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিষ্ঠানটি ২০১৮ইং সালে প্রতিষ্ঠিত ১১জন সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত এবং বর্তমানে ছাত্র-ছাত্রী সংখ্যা ৩৭৫জন। ২০২৩-২০২৪ইং সালের এসএসসিতে অংশগ্রহণে শিক্ষার্থীর শতভাগ বিদ্যালয়ের ফলাফল অনুকূলে আনতে সক্ষম হয়েছে।
বিদ্যালয়টিতে ভিন্ন ক্যাটাগরিতে প্রতি সপ্তাহে ইংলিশ ক্লাব এর ব্যবস্থা রয়েছে, যাহাতে ছাত্র-ছাত্রীদের ইংলিশে সুদক্ষে চর্চা করা হয়। রয়েছে বিতর্ক প্রতিযোগিতার মাসিক চর্চা। প্রাইভেট পড়ার বিপরীতে ক্লাসের পড়া ক্লাসে শিক্ষা দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি আমাদের এলাকার জন্য গর্বের বিষয়, শিক্ষার মান খুবই ভালো। পাশে থাকা দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ না থাকায় সেখানে দাউদপুর পাবলিক স্কুলে ভর্তির সুযোগ পেয়ে ও মেধাবী বাচ্চারা ঝড়ে পড়া থেকে বেঁচে যায়। অভিভাবকদের মতামতে এখানে মান সম্মত শিক্ষক দ্বারা পরিচালিত।
পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।