দেশজুড়ে

ওমানে স্ট্রোকে বাংলাদেশী যুবকের মৃত্যু

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৮:১৬:০৮ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : অনেক স্বপ্ন নিয়ে মাত্র ১১ মাস পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত অব ওমানে পাড়ি জমান চট্টগ্রামের রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাগতিয়া গ্রামের মজিদাপাড়ার মো. মোজাহের এর তৃতীয় পুত্র মো. জবরুদ পারভেজ জুয়েল (২৫)। পরিবারে তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট হওয়ায় সবার আদর-আহ্লাদেই বেড়ে উঠেছিল সে। লেখাপড়ার পাঠ চুকিয়ে জীবিকার তাগিদে ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাত চলে যায় জুয়েল। কিন্তু সেখানে ভাগ্যের পরিবর্তন না হওয়ায় দেশে ফিরে এসে আবারো ওমানের ভিসা নিয়ে প্রবাস জীবনে ফিরে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ওমানের প্রবাস জীবনের মাত্র ১১ মাসের মাথায় পরিবার, স্বজন ও বন্ধুমহলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সে। রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। জুয়েলের স্বজনরা জানান, তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content