চট্টগ্রাম

চট্টগ্রামে এফবিসিসিআ’র প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৭:৩৮:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

দেশের ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রায় বন্দর নগরের তাৎপর্য’ শীর্ষক এ সভা সোমবার (১৭ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়। এসময় ঐক্য পরিষদের ২৩ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন প্যানেল লিডার মাহবুবুল আলম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১১ আসনের এমপি ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণ। দেশের মোট বিনিয়োগের ৪০ শতাংশ চট্টগ্রামকে ঘিরেই আবর্তিত। ব্যবসা-বাণিজ্যের প্রাণ চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমকে এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত করে ব্যবসায়ীরা চট্টগ্রামকে গৌরবান্বিত করেছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি দাবি করেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, পিএইচপি ফ্যামিলীর চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডাস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলার ব্যবসায়ী প্রতিনিধরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content

Powered by