চট্টগ্রাম

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ৬:৩০:১৫ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিএসটিআই নির্দেশনা অমান্য করে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ওজন পরিমাপ ও মানদন্ড আইনে তিন প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বাগিচাহাট ও গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম এবং ভূমি অফিসের কর্মচারীগণ সহায়তা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “বর্তমান সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রস্তুত ও বিএসটিআই নির্দেশনা অমান্য করে পণ্যদ্রব্য তৈরি করার অপরাধে গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় শাহজালাল হোটেলকে বিশ হাজার ও গ্যাব প্রিমিয়াম সুইটসকে দশ হাজার এবং বাগিচাহাট এলাকায় মদিনা বেকারিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।” উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content