চট্টগ্রাম

জামায়াতের কর্মী সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৪ , ৭:৩৭:৪৩ প্রিন্ট সংস্করণ

জামায়াতের কর্মী সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতের কর্মী সমাবেশে যুবদল নেতার নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রশাসনকে ৩দিনের আল্টিমেটাম দিয়েছে উপজেলা জামায়াত ।

শনিবার (৩০ নভেম্বর ) আসর নামাজের পরে মিরসরাই উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মিরসরাই থানা সমজিদ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুনের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর মিরসরাই পৌরসভার আমীর শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম উত্তর জেলা শিবির সভাপতি সাজিদ চৌধুরী।

এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এস রহমান স্কুল মাঠে কর্মী সমাবেশ চলছিল পথিমধ্যে মিরসরাই পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসানের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী সমাবেশে অতর্কিত হামলা চালায়। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক ভোরের দর্পণ ত্রিকার মিরসরাই  উদ্দিনসহ জামায়াতের ১০ জন নেতাকর্মী আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত জামায়াত কর্মী নুরুল আলমকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, হামলার ঘটনায় এজাহারমূলে মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাবের সহায়তা নেওয়া হচ্ছে। পুলিশ পেশাদারিত্বের সাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করবে। কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

আরও খবর

Sponsered content