দেশজুড়ে

মাগুরায় ছেলের হাতে বাবা খুন

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৫:০২:০২ প্রিন্ট সংস্করণ

মাগুরায় ছেলের হাতে বাবা খুন

মাগুরা আঠারোখাদা গ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা সুরমান শেখ। 

রোববার (১ ডিসেম্বর) সকালে আঠারোখাদা গোরস্তান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছেলে মোফিজুর ছুরিকাঘাতে বাবাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মোফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে বাবাকে বিভিন্ন সময় জায়গা-জমি বিক্রি করতে চাপ দিয়ে আসছিলেন তিনি। সকালে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় মোফিজুর।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ছেলে মোফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা না পেয়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন তিনি। 

তখন গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর

Sponsered content