চট্টগ্রাম

শেখেরখীল মৌলভীবাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচিতদের অভিষেক সম্পন্ন

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৬:০৮:৫০ প্রিন্ট সংস্করণ

শেখেরখীল মৌলভীবাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচিতদের অভিষেক সম্পন্ন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা (সি.এন.জি) শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বাহমনিখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিকেলে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান শেখেরখীল ইউপির চেয়ারম্যান মাও মোরশেদুল ইসলাম ফারুকী।

শপথ অনিষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শেখেরখীল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল কবির চৌধুরী মেহেদী, বাঁশখালী অটোরিকশা (সি.এন.জি) শ্রমিক ইউনিয়নের গুনাগরি শাখার সভাপতি মো. মাহমুদ।
শেখেরখীল মৌলভীবাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, মৌলানা নজির আহমদ, আক্তার উজ-জামান, মো. সরওয়ার উদ্দিন।

শপথ অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. কামাল মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সহ-সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জামাল ছত্তার, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, সাধারণ সদস্য জহিরুল ইসলাম, আব্দুল হাকিম সহ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

আরও খবর

Sponsered content