শিশির মন্ডল ৩ ডিসেম্বর ২০২৪ , ৪:৪৬:৩৭ প্রিন্ট সংস্করণ
নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয় পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সারের ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ঢাকা অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
উদ্বোধনকালে তিনি বলেন, এই স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিকগণ নানান ধরনের আধুনিক মানের সেবা পাবেন। এই কার্ডটি একজন নাগরিকদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি দাবি করেন। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান, সিরাজদিখান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মিজানূর রহমান,সাংবাদিক দেবব্রত দাস দেবু,বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক মো. রাতুল হাসান শান্ত,নাঈম আহম্মেদসহ আরো অনেকে। এসময় বক্তারা তাদের বক্তব্যে স্মার্ট কার্ডের নানান সুবিধাগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
এসময় উপজেলার প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের মাঝে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়েছে । আজ থেকে পরবর্তীতে উপজেলার ১৪টি ইউনিয়নে ধাপে ধাপে বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন।