চট্টগ্রাম

মিরসরাইয়ে চাঁদাবাজি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহত

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ৩:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে চাঁদাবাজি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহত

মিরসরাইয়ে একটি ভবনের মালিকের কাছে চাঁদা আদায় করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভবন মালিক পক্ষের পাল্টা আক্রমণে মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন ও ভবন মালিক পক্ষের ১ নারী সহ ৩ জন আহত হয়েছে। 

সোমবার ( ২ ডিসেম্বর) সকালে মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন সোলেমান ম্যানশনে এই ঘটনা ঘটে। 

ঘটনার বিবরণে জানা যায়, মিরসরাইয়ের সাবেক এমপি জিন্নাহ থেকে জমি ক্রয় করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ভবন নির্মাণ করেন প্রবাসী সোলেমান। মহাসড়কের পাশে ও ভবনের সামনের প্রায় ২ শতাংশ জমি রয়েছে সড়ক ও জনপথ বিভাগের। ২ শতাংশের ১ শতাংশ জমিতে অস্থায়ী শেড় দিয়ে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেন ভবন মালিক সোলেমান। কিন্তু কয়েকমাস পুর্বে গ্যাস লাইন স্থাপনের প্রয়োজনে পার্কিং এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যেই ৫ আগষ্ট সরকার পতন ঘটে। ক্ষতিগ্রস্ত পার্কিং এলাকা পুনরায় মেরামত করতে গেলে সোলেমানের লোকজন কে বাধা দেন মিরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন ও তার ভাই যুবদল কর্মী ফরিদ। দুই ভাই মিলে ভবন মালিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে বলেন টাকা না দিলে কাজ করা যাবে না। ফলে পার্কিং মেরামত বন্ধ থাকে। সাম্প্রতিক ভবন মালিক সোলেমান প্রবাস থেকে দেশে ফিরে পুনরায় পার্কিং মেরামত কাজ করতে গেলে সোমবার সকালে প্রথমে ফরহাদ হোসেন তুহিন বাধা দেয় ও পার্কিং মেরামতের স্থাপনা ভেঙে ফেলে। এতে ভবন মালিকের লোকজনের সাথে ফরহাদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে ফরহাদ হোসেন তুহিন আহত হয়। ফরহাদ হোসেন তুহিন আহতের ঘটনা শুনে তার ভাই যুবদল কর্মী ফরিদ একটি মোটরসাইকেল নিয়ে ঘটনা স্থলে এসে কোমর থেকে ছুরি বের করে ভবন মালিকের লোকজনের উপর হামলা করে এতে একজন মহিলা সহ ২ জন আহত হয়। 

ভবন মালিক সোলেমান জানান, ফরিদ একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা ও একাধিক ডাকাতি, চুরি, ছিনতাই সহ বহু মারামারির মামলা রয়েছে বিভিন্ন থানায়। তার ছোটভাই তুহিনসহ দুভাই মিলে ৫ আগস্টের পর মিরসরাই পৌর এলাকায় চাঁদাবাজি লুটপাট চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। সন্ত্রাসীদের চাঁদা না দিলে সাধারণ মানুষের উপর হামলা করে তারাই আবার পুলিশের কাছে উল্টা মামলা করে। আমার কাছে চাঁদা দাবি করে না পেয়ে হামলা করে থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা। আমি এর প্রতিকার চাই। 

মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন জানায়, জমির মালিকানা সংক্রান্ত সাবেক এমপি জিন্নাহ এর সাথে তাদের মামলা রয়েছে। বিরোধপূর্ণ এলাকায় সোলেমান কাজ করছিল। কাজে বাঁধা দিতেই তার লোকজন হামলা করে। এতে আমার বাম হাতের ৩ স্থানে ভেঙে গেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিনের উপর হামলার ঘটনার মারাত্মক জখমের মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে সত্যমিথ্যা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content