ময়মনসিংহ

‘মুজিববর্ষ উপলক্ষে কেন্দুয়ার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি’

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ৭:৪৯:৫৮ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করে কর্মসূচি উদ্বোধন করেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অসীম কুমার উকিল এমপি। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম উদ্দিন,সহসভাপতি নজরুল ইসলাম,আজিজুল হক,প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান বলেন,দেশে বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশেগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে বিশেষ করে অর্থবহ করে তুলতে এই বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন করেছি এবং বিদ্যালয় আঙ্গিনায় ১০০টি ফলজ,বনজ ও ঔষধি চারা গাছ লাগানো হবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by