আন্তর্জাতিক

সিরিয়ায় ২,৫০০ বিদ্রোহী নিহত

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ৭:২৪:১৭ প্রিন্ট সংস্করণ

সিরিয়ায় ২,৫০০ বিদ্রোহী নিহত
ছবি: সংগৃহীত

সিরিয়ান টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে সিরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে নিহত বিদ্রোহীদের সংখ্যা বেড়ে ২,৫০০-তে পৌঁছেছে।

সিরিয়ান টিভি চ্যানেল জানিয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হোমস এলাকার বিদ্রোহীদের অবস্থানের ওপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান একযোগে হামলা চালিয়েছে।

সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, তাকফিরি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম গত মাসে সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় আকারে হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে।

এরপর থেকেই রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে।

সংঘাতের পটভূমি

সিরিয়া ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদতপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় জর্জরিত। সিরিয়া সরকারের দাবি, পশ্চিমা দেশগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা আরব দেশে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করছে এবং নাশকতা ছড়াচ্ছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

আরও খবর

Sponsered content