দেশজুড়ে

বিরলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্যসহায়তা কার্যক্রম অব্যাহত

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৬:১০:২৬ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধূরীর দিকনির্দেশনায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের খাদ্যসহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক কর্মহীন দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, যুগ্নসাধারন সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারন সম্পাদক মিঠুন কুমার রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায় বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত মেনে চলতে গিয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। ফলে কর্মজীবি মানুষের উপার্জন বন্ধ হয়ে গেছে। কর্মজীবি মানুষেরা ঘর থেকে বের হতে না পারায় তাঁরা খাদ্যের অভাব আছে। আমাদের নেতা নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  নির্দেশনায় এই কর্মহীন দুস্থ ক্ষুধার্ত মানুষদের মাঝে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্যসহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাত থাকবে।