দেশজুড়ে

হেরোইনসহ আটক সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৩:২৮:০৪ প্রিন্ট সংস্করণ

হেরোইনসহ আটক সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

দলীয় আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহর শাখার ছাত্রদলের আহ্বায়ক শেখ ফরিদ আলমকে তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার শহর শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ ফরিদ আলম’কে  তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

প্রসঙ্গত, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর এলাকা হতে ৫ পুড়িয়া হেরোইনসহ নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে গ্রেফতার করে।

আরও খবর

Sponsered content